December 19, 2025, 8:32 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-12-19 05:14:28 BdST

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা


ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ হতেই চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের দিকে মিছিল করে একদল ছাত্র জনতা। এসময় তারা সেখনে অবস্থান নিলে সৃষ্টি হয় উত্তেজনা। একপর্যায়ে তারা হাইকমিশনারের বাসায় হামলার চেষ্টাও করে। এসময় নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

রাত ১২টা ৪০ মিনিটের দিকে একটি পক্ষ সেখানে আন্দোলন শেষ করে জিইসি মোড়ের দিকে চলে যায়। এই দলটি চলে যাওয়ার পর ১০ মিনিটের মতো পরিস্থিতি শান্ত থাকে। এরপর সেখানে আরেকটি পক্ষ আসে। ছাত্র জনতার নামে তারা বাসভবনের সামনে সড়কে বসে পড়ে এবং যানচলাচল বন্ধ করে দেয়।এসময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্রদের।

একপর্যায়ে ছাত্ররা ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। সেখানে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের ওপর রেগে গিয়ে তাদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে। পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ছাত্র ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১২ জনকে গ্রেপ্তার করে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাইকমিশনারের বাসভবনের সামনে সেনাবাহিনী ও বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনাস্থলে চট্টগ্রাম সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ আসেন। তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হাসিব আজিজ বলেন, এটি হামলা নয়। হঠাৎ বস্তি থেকে ৪০-৫০ জন লোক এসে ইট-পাথর নিক্ষেপ করে। সেখান থেকে কয়েকটি পাথর গেটের ভিতরে ঢুকে। তখন গেটের বাইরে পুলিশ অবস্থান নেয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি ভিন্ন খাতে মোড় নেয়ার আগেই দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.