January 7, 2026, 10:55 pm


S M Fatin Shadab

Published:
2026-01-06 12:37:19 BdST

জুলাই হত্যাযজ্ঞ: সালমান-আনিসুলের শুনানি আজ


কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে তাদের আইনজীবীরা এ শুনানিতে অংশ নেবেন।

প্যানেলের অন্য সদস্যরা হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সকাল ১০টার পর কারাগার থেকে কড়া পাহারায় প্রিজনভ্যানে করে সালমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ।

এর আগে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। অভিযোগে বলা হয়, জুলাই মাসে কারফিউ জারি করে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগে ভূমিকা রাখেন আনিসুল হক ও সালমান এফ রহমান। পাশাপাশি গণভবনে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগসহ তাদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আবু সাঈদ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্য প্রদান করবেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.