January 25, 2026, 6:14 pm


S M Fatin Shadab

Published:
2026-01-25 16:17:17 BdST

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান


দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারে রাজশাহীতে যাচ্ছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে আসছেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারম্যান এক বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এদিকে তারেক রহমানের সফরসূচি চূড়ান্ত ঘোষণার পরপরই রোববার সকাল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেছে। রাজশাহীতে তারেক রহমানের আগমনের বিষয়টি জানাজানি হওয়ার পর সকাল থেকেই নগরীতে দলীয় নেতাকর্মীমের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারেক রহমানের নির্বাচনি সমাবেশকে সফল করতে শুরু হয়েছে প্রচার সমাবেশ।

জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণে তিনি রাজশাহী এসেছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় মিজানুর রহমান মিনুর বাসভবনে রাজশাহী নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৩টি আসনের দলীয় প্রার্থী, মহানগর ও জেলা বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৯ জানুয়ারি তারেক রহমান তার রাজশাহী সফরের কথা চূড়ান্ত করে রাজশাহীতে তিন জেলার নির্বাচনি সমাবেশের প্রস্তুতি শুরুর নির্দেশ দেন। এই সমাবেশের বিষয়টি রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকেও অবগত করানোর কথা বলেন তিনি।

মিজানুর রহমান মিনু জানান, ওইদিন তারেক রহমান রাজশাহীতে পৌঁছে দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা ময়দানের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তিনি জানান, তারেক রহমান ২৯ জানুয়ারি বিমানে দুপুর সোয়া ১২টায় রাজশাহীতে নামবেন। সেখান থেকে সরাসরি যাবেন মাদ্রাসা মাঠের সমাবেশস্থলে। রাজশাহীর সমাবেশ শেষ করে সড়কপথে নওগাঁর পথে রওনা করবেন। সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। নওগাঁর সমাবেশ শেষ করে সড়কপথে বগুড়ায় যাবেন। ওই রাতেই বগুড়াতে আরেকটি নির্বাচনি সমাবেশ করবেন। সমাবেশ শেষ করে বগুড়ায় বিএনপি চেয়ারম্যানের রাত্রিযাপনের সম্ভাবনা রয়েছে।

মিনু আরও বলেন, রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনি সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিন জেলার কয়েক লাখ নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

অন্যদিকে দলীয় সূত্রে আরও জানা যায়, রাজশাহীর নির্বাচনি সমাবেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩ আসনের দলীয় প্রার্থীসহ নেতাকর্মীদেরকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সকাল থেকেই এই তিন জেলা ছাড়াও রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন।

শনিবার রাতে তারেক রহমানের ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয় আসনের দলীয় প্রার্থী ছাড়াও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মহানগর বিএনপির নেতারা অংশগ্রহণ করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.