February 25, 2025, 7:50 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2022-05-31 07:18:52 BdST

মাদক ও দুর্নীতি একটি ন্যাশনাল ক্রাইমঃ দুদক কমিশনার


বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এল্যামনাই নিউজের উদ্যোগে সেগুন বাগিচাস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অডিটোরিয়ামে ক্যাট-আধুনিক-সাস্ক-হু সাপোর্ট মাদক-সন্ত্রাস-দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং ক্যাট-আধুনিক-সাস্ক-হু সাপোর্ট ফোরামের চেয়ারম্যান ড. মোঃ মোজাম্মেল হক খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় এল্যামনাই নিউজের সম্পাদক, দ্যা ফিন্যান্স টুডে এবং দ্যা ইনভেস্টর এর উপদেষ্টা সম্পাদক আলী নিয়ামতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল, স্বাস্থ্য মন্ত্রনালয়ের হোসেন আলী খন্দকার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন 'দৈনিক বংগজননী'র সম্পাদক ও প্রকাশক এবং ক্যাট-আধুনিক-সাস্ক-হু সাপোর্ট ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান বলেন, 'মাদক সমাজের জন্য একটি জাতীয় সমস্যা যাকে ন্যাশনাল ক্রাইম ও বলা যায়। এই সমাজকে মাদকমুক্ত করতে হলে সর্বপ্রথম প্রতিটি পরিবারে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে।'

তিনি আরো বলেন, 'মাদকের প্রাথমিক ধাপ হলো ধূমপান। ধূমপান বর্জন করতে পারলে সমাজে মাদকের ভয়াবহতা ধাপে ধাপে কমে আসবে।'

স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল ক্যাট-আধুনিক-সাস্ক-হু সাপোর্ট ফোরামের এই উদ্যোগকে ধন্যবাদ জানান এবং মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স এর কথা উল্লেখ করেন। সমাজ থেকে মাদক নির্মুলে তিনি প্রতিটি সাধারন জনগনকে সচেতন হওয়ার এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

শুভেচ্ছা বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়া বলেন, 'মাদক ও দুর্নীতি এই সমাজের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। যেভাবে দানবের বিরুদ্ধে  লড়াই করে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, ঠিক সেভাবেই আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত অন্যায়, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।'

সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এল্যামনাই নিউজের সম্পাদক, দ্যা ফিন্যান্স টুডে এবং দ্যা ইনভেস্টর এর উপদেষ্টা সম্পাদক আলী নিয়ামত তার এই মাদক বিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপদান করতে সমাজের প্রতিটি বিবেকবান নাগরিককে সচেতন হওয়ার আহবান জানান। 

তিনি বলেন, 'সমাজ থেকে ধূমপান, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দূর করতে না পারলে আমাদের এই জাতিকে চরম মূল্য দিতে হবে। যার পরিনাম ভোগ করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে।'  

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.