নিজস্ব প্রতিবেদক
Published:2025-02-04 20:52:13 BdST
বিআইএফ’র নির্বাচন ২৪শে ফেব্রুয়ারী, তফসিল ঘোষণা
বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার (২ ফেব্রুয়ারি) এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. জালালুল আজিম।
এবারের ভোটে একজন প্রেসিডেন্ট, দু’জন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, দু’জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, দু’জন অর্গানাইজিং সেক্রেটারি, একজন অফিস সেক্রেটারি এবং ৭ জন এক্সিকিউটিভ মেম্বার নির্বাচন করা হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী- ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সর্বশেষ তারিখ ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা। আপিল বোর্ডের নিকট খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা।
খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানী হবে ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায়। নমিনেশন ফরম সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি; প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
নমিনেশন ফরম যাচাই বাছাই করা হবে ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায়। বৈধ প্রার্থী তালিকার বিরুদ্ধে আপিলের সর্বশেষ তারিখ দেয়া হয়েছে ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
আপিল শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায়। নমিনেশন পেপার প্রত্যাহারেরে সর্বশেষ তারিখ দেয়া হয়েছে ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে।
আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা করা হবে একইদিন (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার পর থেকে। প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে ভোট গণণা শেষে বিকাল ৫ টা ৩০ মিনিটে।
ঘোষিত ফলাফলের বিপরীতে আপিল করা যাবে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত। আপিল শুনানি করা হবে ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত। এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.