November 3, 2025, 3:25 am


শিবচর প্রতিনিধি

Published:
2025-11-02 20:12:15 BdST

তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফার জনসভায়বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি চায়না- সাজ্জাদ হোসেন


গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। দেশের জনগণ ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও ২০১৮ সালে মাদারীপুর- ১শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষে এক বিশাল জনসভায় তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর কোন স্বৈরশাসকের উত্থান দেখতে চায় না।গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ভোটাধিকারের প্রয়োগের কোন বিকল্প নেই।

শনিবার (১লা নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষে শিবচর উপজেলার পাচ্চর গোল চত্বর বাস স্টেশনের সাথে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাদারীপুর জেলার যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর দিক নির্দেশনায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় দুপুরের পর থেকে শিবচর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা হতে মিছিল সহ আসতে শুরু করেন। এ সময় খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পাচ্চর গোল চত্বর বাস স্টেশনের জনসভায় উপস্থিত হয়। এসময় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। শিবচর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভায় সভাপতিত্ব করেন ডাঃ মোজাম্মেল হোসেন চৌধুরী নওয়াব।

জনসভায় প্রধান অতিথি ২০১৮ সালে মাদারীপুর- ১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শিবচরের জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষেই আজকে আমাদের বিশাল জনসভা আয়োজন। আপনারা জানেন একটি অপশক্তি এবং পরাজিত ফ্যাসিস্টের দোসর দেশ নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে আসছে। তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ভোট বিপ্লব হবে।

এসময় তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীতে সরকার গঠন করবে।আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন তা কেবল একটি ইশতেহার নয় এটি একটি নতুন বাংলাদেশের রূপরেখা।বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। যতদিন পর্যন্ত আমরা জনগণকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিএনপি শান্তিপূর্ণ উপায়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে গণআন্দোলন চালিয়ে যাবে। গণতন্ত্র রক্ষায় সকল দলকে একসাথে কাজ করতে পারলে এ ক্রান্তিকাল দূর হবে।আপনারা দোয়া করবেন খুব দ্রুত যেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন।

৩১ দফার জনসভায় বক্তারা বলেন' বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘোষণাই দেশের মুক্তির রোডম্যাপ। আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। একটি চক্র দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। ফ্যাসিস্ট হাসিনার অন্যায়ের যারা সহযোগী তাদেরও বিচার আওতায় আনতে হবে। একটি চক্র চায় দেশে যেন আর কোন নির্বাচন না হয়। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বিগত ১৬ বছরে নির্বাচনে দিনের ভোট রাতের মধ্যেই শেষ হতে দেখেছি।

৩১ দফা প্রচার ও জনগণের নিকট পৌঁছানোর জনসভায় মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলার যুগ্ন আহবায়ক নাদিরা মিঠু চেীধুরী, উপজেলা আহবায়ক কমিটির সদস্য শামিম আহসান চৌধুরী, শিবচর পৌরসভার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কামরুজ্জামান মিলন, সদস্য সচিব মনজিল রহমান সিহাব, ওলামা দলের মাদারীপুর জেলার সদস্য সচিব কুতুবউদ্দিন মাদবর, শিবচর মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল, উপজেলা তাঁতীদলের সাবেক আহবায়ক ফারুক হোসেন মাদবর, উপজেলা যুবদলের লিজন চৌধুরী, ওসমান বেপারী, শাহিন মিয়া, মিজান শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদার সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.