November 3, 2025, 5:46 am


বিশেষ প্রতিবেদক

Published:
2025-11-02 23:19:33 BdST

বিজবাডি তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সেতুবন্ধনঢাবিতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা ওয়ার্কশপ অনুষ্ঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলেনিয়াম ফেলোশিপের অধীনস্থ বিজবাডি প্রজেক্টের আওতায় উদ্যোক্তাদের ক্ষমতায়ন সিরিজ "ইগনাইট" এর প্রথম আর্থিক সাক্ষরতা ওয়ার্কশপ ও মেন্টরশিপ সেশন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আখইয়ার মুশফিকুর রহমানের নেতৃত্বে গত ২৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০৯ নম্বর কক্ষে সেমিনারটি সফলভাবে অনুষ্ঠিত হয়। যা বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তাদের উন্নত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

উদ্যোক্তা উন্নয়ন ও তরুণ নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে “Ignite: A BizzBuddy Entrepreneurs Empowerment Series” শীর্ষক এই বিশেষ কর্মসূচির আয়োজন করে বিজবাডি। এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ক্যারিয়ার অ্যালায়েন্স (ইসিএ) এর প্রেসিডেন্ট আহমেদ মুস্তফা তাজিম, না শিখলে কেমনে কি (এনএসকেকে) এর চেয়ারম্যান আল মাহফুজ মাহিনসহ অনেকে।

অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন জনতা ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। তিনি তরুণ উদ্যোক্তাদের জন্য "আর্থিক জ্ঞান" বিষয়ক সেশন পরিচালনা করেন এবং ব্যবসা শুরু ও পরিচালনায় সঠিক আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া, মাল্টিফ্যাবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মেসবা ফারুকী “ভবিষ্যৎ নেতাদের জন্য মেন্টরশিপ (Mentorship)” বিষয়ক সেশনে অংশ নেন এবং তরুণদের ব্যক্তিগত উন্নয়ন ও নেতৃত্বের দক্ষতা বিকাশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ আকর্ষণ হিসেবে এই সেশনে একটি প্রাণবন্ত কুইজ সেগমেন্ট পরিচালনা করেন হিমেল হাসান আকাশ, যা অংশগ্রহণকারীদের উদ্যোক্তা জ্ঞান ও ধারণা আরও দৃঢ় করতে সহায়তা করে।

প্রকল্প প্রধান আখইয়ার মুশফিকুর রহমান অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি প্রজেক্ট বিজবাডির উদ্দেশ্য, মিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, "বিজবাডি শুধু একটি প্রকল্প নয়, এটি তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সেতুবন্ধন। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজেকে একজন সক্ষম উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুক।”

এই সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার বাস্তব দিক, নেতৃত্বের চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন। বক্তারা তরুণ প্রজন্মকে নতুন ধারণা, উদ্ভাবন এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অত্যন্ত সময়োপযোগী এই অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.