November 18, 2025, 5:04 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-11-18 01:35:19 BdST

২০২৪ এ ‘বর্ষসেরা প্রশাসক’ সম্মাননাপ্রাপ্তপ্রশাসনে সৎ, ও মানবিক নেতৃত্বের প্রতীক টাঙ্গাইলের জুয়েল আহমেদ


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বেড়ে ওঠা জুয়েল আহমেদ আজ দেশের প্রশাসনে একজন সৎ, দক্ষ ও মানবিক নেতৃত্বের প্রতীক।

জুয়েল আহমেদ ১৯৮৫ সালের ২রা এপ্রিল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান (বাচ্চু) ও মাতা বিউটি আক্তারের মূল্যবোধে বড় হওয়া প্রশাসনের এই মেধাবী কর্মকর্তা তিন ভাই, এক বোনের পরিবারে সর্বকনিষ্ঠ। পরিবারের সবার মতো তিনিও নিজের যোগ্যতা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে গেছেন সাফল্যের উচ্চ শিখরে।

শিক্ষাজীবনের শুরু বাঁশতৈল মো. মুনশুর আলী উচ্চ বিদ্যালয়ে। পরে ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে মেধার স্বাক্ষর রেখে তিনি নিজেকে প্রস্তুত করেন জীবনের বড় লক্ষ্য—সিভিল সার্ভিস এর জন্য। মেধা ও কঠোর  অধ্যবসায়ের ফলেই তিনি উত্তীর্ণ হন ৩৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে।

জুয়েল আহমেদ ২০২৩ সালের ১৭ এপ্রিল ইউএনও হিসেবে ত্রিশালে যোগদান করেন। তিনি প্রশাসনের ৩৪তম বিসিএস ক্যাডার। শিক্ষাজীবনের পাশাপাশি প্রশাসনিক জীবনেও দায়িত্ব পালনে তিনি দেখিয়েছেন এক অনন্য দৃষ্টান্ত। ২০২৪ সালে ত্রিশালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে ‘বর্ষসেরা প্রশাসক’ সম্মাননা অর্জন করেন তিনি।

উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর নেতৃত্ব, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, জনবান্ধব সেবা ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিকতা—এই সম্মাননার পেছনে ছিল তার এমন অসাধারণ কাজের ধারাবাহিকতা।

দায়িত্ব নিয়েই ত্রিশাল উপজেলা প্রশাসনকে নিজের মতো করে ঢেলে সাজান জুয়েল। উদ্যোগ নেন দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম ও দুর্নীতি দূর করে একটি আধুনিক জনপদ গড়ে তোলার। তাঁর সততা ও কর্মদক্ষতায় ক্রমান্বয়ে বদলে গেছে উপজেলা প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।

এক কথায় বলা যায় তিনিই ত্রিশাল উপজেলায় শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে অগ্রনী ভূমিকা রেখেছেন। ত্রিশাল উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন তিনি। শান্তির লক্ষ্যে তিনি গণশুনানির মাধ্যমে পারিবারিক কলহ-বিবাদ, জমি-জমা, রাস্তাঘাটসংক্রান্ত অসংখ্য বিরোধ নিষ্পত্তি করে জনবান্ধব পরিবেশ সৃষ্টি করেছেন।

জুয়েল আহমেদ বর্তমানে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে মাঠপর্যায়ের বাস্তবায়ন—সব জায়গায়ই তার নিষ্ঠা, দৃষ্টি ও কার্যকর ব্যবস্থাপনা প্রশংসিত হচ্ছে9

মির্জাপুরের একটি সাধারণ গ্রামে বেড়ে ওঠা এক তরুণ আজ জেলা প্রশাসনের অন্যতম শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন—এ যেন অনেক তরুণের স্বপ্নপথকে আলোকিত করে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে, পথে বাধা থাকলেও ইচ্ছাশক্তি ও সততার ওপর ভরসা রাখলে অসম্ভব কিছুই নেই। 

দি ফিন্যান্স টুডের পক্ষ থেকে দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর প্রশাসন ক্যাডারের জুয়েল আহমেদকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার কর্মনিষ্ঠা, সততা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি আগামী দিনে তার জীবনে আরও নতুন নতুন সাফল্য বয়ে আনুক—এই প্রত্যাশা আমাদের।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.