অনলাইন ডেস্ক:
Published:2024-10-22 16:47:15 BdST
নির্বাচন ব্যবস্থার সংস্কারের বিষয়ে মতামত আহ্বান
নির্বাচন ব্যবস্থার সংস্কারের বিষয়ে আগামী ১৫ নভেম্বরের মধ্যে জনসাধারণের মতামত জানানোর আহ্বান করেছে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’। মঙ্গলবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘অন্তর্বর্তীকালীন সরকার গত ৩ অক্টোবর ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠন করেছে। এই কমিশন জাতীয় ও স্থানীয় নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।’’
‘এরই প্রেক্ষিতে নির্বাচনি ব্যবস্থার সংস্কারের বিষয়ে আপনার বা আপনাদের অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিচের ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেজে আগামী ১৫ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.